স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : সাংবিধানিক অধিকারের দাবি তুলে ১২ নভেম্বর পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগরতলা শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশ করবে প্রদ্যোত কিশোর দেববর্মনের নেতৃত্বধীন দল তিপ্রা মথা। যা একপ্রকার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শক্তি প্রদর্শন বলা যায়। সারা রাজ্য থেকে দলের কর্মীদের এনে মাঠ ভরতে বিশেষ প্রচার অভিযান চালাচ্ছে মথার নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে এডিসি’র সদরে নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা বাইক মিছিল করে পাহাড়ে জনজাতি অংশের সকল মানুষকে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। এদিন মিছিলটি খুমুলুঙ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
তবে দেখার বিষয় এ সমাবেশ কতটা পাহাড়ের মাইলেজ দিতে পারে প্রদ্যোত কিশোর দেববর্মনকে। কারণ তথাকথিত বোবাগ্রা গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে তিপ্রাসাদের তানহা হতে আহ্বান করছেন। তাই এই জনসমাবেশের উপর নির্ভর করবে দলের গণতান্ত্রিক শক্তি প্রদর্শন। এবং আসন্ন বিধানসভা নির্বাচনে পাহাড়ের মূল প্রতিদ্বন্দ্বী পদ্ম শিবিরের সাথে কতটা চ্যালেঞ্জ করতে পারবে। জনজাতি অংশের একাংশ মানুষ প্রদ্যোতের থানসা নীতির উপর এখনো আস্থা রাখতে পারছে না। কারণ পাহাড়ে বিরোধী রাজনৈতিক দলের একটাই প্রশ্ন যেখানে তিপ্রারাল্যান্ডের দাবি এখনো পূরণ হয়নি, তাহলে গ্রেটার তিপরাল্যান্ডের দাবি কিভাবে পূরণ করবে প্রদ্যোত। যাই হোক জনজাতিদের কাছ থেকে ফায়দা লুটতে পাহাড়ে কিছু রাজনৈতিক দল মানুষকে যে চাইলে বিভ্রান্তের স্বীকারও করতে পারে সেটা কিন্তু বিগত দিনে একাধিকবার উঠে এসেছে। আগামী দিনে পাহাড়ে উন্নয়ন ও বিকাশে মূল দাবি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।