স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : পাহাড়ে তিপ্রা মথার মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচন কেন্দ্র করে প্রতিদিন পদ্ম শিবিরে চলছে যোগদানের হিড়ক। বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা অন্তর্ভুক্ত রইস্যাবাড়ীতে জনজাতি মোর্চার উদ্যোগে এক মিছিল সংঘটিত হয়। তারপর রইস্যাবাড়ী কমিনিটি হল ঘরের মাঠে এক জনসভার আয়োজন করা হয়। সভায় সিপিআইএম, তিপ্রা মথা ছেড়ে ৮ পরিবারে ১৯ ভোটার বিজেপি দলে যোগদান করে।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান কেন্দ্রীয় জনজাতি মোর্চা সভাপতি সমীর ওরাং। তিনি জনসভায় রীতিমতো কমিউনিস্ট ও কংগ্রেসকে আক্রমণ করে বলেন ত্রিপুরায় দীর্ঘ সময় কংগ্রেস এবং কমিউনিস্টরা রাজ্যের মানুষকে লুট করেছে। পাহাড়ে জল বিদ্যুৎ রাস্তাঘাট কোন কিছু পরিকাঠামো ছিল না। কিন্তু ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাকে পরিবর্তনের সংকল্প নিয়ে সরকার প্রতিষ্ঠা করেছে ২০১৮ সালে। তারপর এই টানাসাহি কমিউনিস্টদের অপদস্ত করে রাজ্যবাসী ত্রিপুরায় সুশাসন প্রতিষ্ঠা করছে। গত সাড়ে চার বছরে ত্রিপুরা রাজ্যে পাহাড়ে বিদ্যুৎ, পানীয় জল সহ রাস্তাঘাট নির্মাণ হচ্ছে। পাশাপাশি পাহাড়ের জনজাতি অংশের মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পায় তার জন্য আয়ুষ্মান কার্ড প্রদান করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা মাধ্যমে ঘর প্রদান করছে। এই উন্নয়নমূলক কাজগুলি পরিবর্তন আগের সরকার আমলে সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। এমনটাই অভিযোগ তোলেন তিনি। আয়োজিত এই দিনের সভায় এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জনজাতি মোর্চা সভাপতি বিকাশ দের্ববমা, জনজাতি মোর্চা রাজ্য সম্পাদক ডেবিড দের্ববমা ধলাই জেলা জনজাতি মোর্চা সহ-সভাপতি বিকাশ চাকমা, গন্ডাছড়া মহকুমা মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।