Saturday, February 8, 2025
বাড়িরাজ্যপ্রয়াত চাকুরিচ্যুত আরো ১ শিক্ষক

প্রয়াত চাকুরিচ্যুত আরো ১ শিক্ষক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : প্রায়ত হলেন ১০,৩২৩ চাকুরিচ্যুতদের আরও একজন। বৃহস্পতিবার ভোরে প্রয়াত হন খুমুলুঙ নিবাসী সুজিৎ দেববর্মা। এই নিয়ে এখনো পর্যন্ত ৬ জন জনজাতি শিক্ষকের মৃত্যু হল। নীরব সরকার। ক্ষোভে ফুসছে ১০,৩২৩ চাকুরীচ্যুতরা। জানা যায়, সুজীত দেববর্মা চাকুরী হারানোর পর থেকেই মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন। এরই মাঝে হৃদরোগে আক্রান্ত হন। ভর্তি ছিলেন খুমুলুঙ হাসপাতালে।

অবশেষে শেষ রক্ষা হলনা। এই নিয়ে সরকারের সমালোচনায় ফের সরব হল ১০৩২৩ –র নেতৃত্ব কমল দে। সরকার তার কথা রাখেনি বলে জানান তিনি। এমনকি আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে জে চাকুরী তাদের গেছে তা ফিরিয়ে দিতে সরকার কোন প্রচেষ্টা করছে না বলেও জানান। পরিবারের সদস্যকে হারিয়ে শোকে বিহ্বল গোটা পরিবার। কান্নায় ভেঙ্গে পড়েন স্ত্রী , সন্তানেরা। এখনো পর্যন্ত মোট ১৪৫ জন শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন জনজাতি অংশের মানুষ। তাদের ভবিষ্যৎ কোন পথে এই নিয়ে দিশেহারা ১০৩২৩ শিক্ষক সমাজ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য