স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : বুধবার থেকে রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুরু হয় দুদিন ব্যাপী কলা উৎসবের। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সমগ্র শিক্ষার উদ্যোগে এই আয়োজন করা হয়। ২০২২-২৩ সালের জেলা ভিত্তিক এই কলা উৎসবের সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব। উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষার অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।
পড়াশুনার পাশাপাশি ছেলে মেয়েদের সাংস্কৃতিক ক্ষেত্রে মেধার জাগরণ ঘটাতে এই কলা উৎসবের আয়োজন করা হয়েছে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বিদ্যালয় গুলিতে নতুন নতুন পন্থা কার্যকর করা হচ্ছে। এর মাধ্যমে তারা বিকশিত হতে পারবে। ভবিষ্যৎ জীবন গড়তে পারবে বলে আশা ব্যক্ত করেন জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব। পশ্চিম জেলার বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা এই কলা উৎসবে অংশ নেন।