স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : রাজ্যের বামফ্রন্ট সরকার শিক্ষকদের বেতন হার করনিগদের পর্যায়ে রেখে গেছে। টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে যারা শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন সেসব শিক্ষকদের কেন্দ্রীয় পে কমিশন অনুযায়ী উচ্চ হারে বেতন দেওয়া হয় নি। বরং নিম্ন বেতনে দীর্ঘ পাঁচ বছর শিক্ষকতায় নিয়োগের সিদ্ধান্ত বাধ্যতামূলক করে রাখা হয়েছে। দেশের কোন রাজ্যে এ ধরনের ব্যবস্থা না থাকলে ত্রিপুরা রাজ্যে রয়েছে।
তীব্র নিন্দা জানান কোনফেডারেশন অব ফ্রি ট্রেড ইউনিয়নস্ অব ইন্ডিয়ার রাজ্য কমিটির সভাপতি অজয় বিশ্বাস। তিনি দাবি জানান স্থির বেতনে নিয়মিত টেট উত্তীর্ণ শিক্ষকদের অবিলম্বে স্থায়ী করা এবং সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রেও স্থির বেতনের কর্মরত শিক্ষকদেরও স্থায়ী হিসেবে গ্রহণ করার জন্য।