স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : কল্যাণপুর থানা এলাকায় গণ ধর্ষন মামলায় পলাতক দুই অভিযুক্ত গ্রেফতার। বুধবার সকাল দশটা নাগাদ বাংলাদেশ পালানোর সময় গ্রেপ্তার করে দুই অভিযুক্তকে খোয়াই থানার পুলিশ। পলাতক অভিযুক্তরা হল শাসক দলীয় গ্রামের উপপ্রধান বিধানবিহারী দত্ত, রতন দেবনাথ। এই বিষয়ে কল্যাণপুর থানার ওসি মুখ খুলতে নারাজ। উল্লেখ্য, গত ২৫ অক্টোবর কল্যাণপুর থানা এলাকার এক নাবালিকা তার কয়েকজন বন্ধুদের সাথে খাস কল্যাণপুর গ্রামে কালী পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
সেসময় এলাকার কিছু দুষ্কৃতিকারীরা তাদের পথ আটকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। কিন্তু ঘটনার পর থেকেই নাবালিকা মেয়েটি নিখোঁজ ছিল। ২৬ অক্টোবর ভোরের নাবালিকা মেয়েটি এক প্রকার বিধ্বস্ত অবস্থায় তার নিজ বাড়িতে পৌঁছে। এরপর পরিবার সূত্রে দাবি করা হয় মেয়েটিকে ২৫ অক্টোবর রাতে স্থানীয় কয়েকজন মিলে মুখে চাপা দিয়ে গণধর্ষণ করে। মেয়েটির পরিবারের তরফ থেকে স্থানীয় উপপ্রধান বিধান বিহারী দত্ত, আদিত্য দাস, তাপস দেবনাথ, এবং রতন দেবনাথের নামে গণধর্ষণে যুক্ত থাকার অভিযোগে কল্যাণপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সাথে সাথেই মাঠে নামে কল্যাণপুর পুলিশ থানার পুলিশ। পুলিশ এদিনই অভিযুক্ত তাপস দেবনাথকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে পুলিশ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল গোটা কল্যাণপুরে। বিরোধী রাজনীতিক দলগুলি এক প্রকার ফায়দা লুটতে ময়দান নামে। কিন্তু পুলিশ সুনির্দিষ্ট ধারা অনুযায়ী তদন্ত করে বুধবার আরো দুই অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।