স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : বুধবার প্রজ্ঞা ভবনে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রাজস্ব দপ্তরের উদ্যোগে শিল্প দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা: সিস্টেম এবং ভূমিকম্পের ঝুঁকি, পাইপিলাইন নিরাপত্তা এবং জটিল অবকাঠামোর স্থিতিস্থাপকতা সনাক্তকরণের উপর দুই দিনের কর্মশালার সূচনা হয়। কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের সচিব পুনিত আগরওয়াল সহ অন্যান্য আধিকারিক। কর্মশালায় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ভূমিকম্প সহ যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি ত্রিপুরা রাজ্য রয়েছে। তাই এই কর্মশালা অত্যন্ত সময়পোযোগী।
মঙ্গলবার দিল্লীতে ভূমিকম্প অনুভুত হয়েছে। এই অবস্থায় দুর্যোগের উপর কর্মশালা সংগঠিত করার ফলে অনেকেই উপকৃত হবেন। ত্রিপুরা ভূমিকম্প এলাকা হিসাবে চিহ্নিত রয়েছে। সিসমিক জোন ৫ এ রয়েছে। কিছু দিন আগে ঘূর্ণিঝড় সিত্রাং-র জেরে রাজ্যে আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়। যদিও তেমন প্রভাব পড়েনি রাজ্যে। অন্যদিকে বন্যায় রাজ্যের বেশ ক্ষতি হয়। তাই আগাম ব্যবস্থাপনা অত্যন্ত জরুরী। ডিজাস্টার ম্যানেজম্যান্ট এই ক্ষেত্রে কাজ করছে। সময় এসেছে এই ক্ষেত্রে নীতি গ্রহণের। শিল্প ক্ষেত্রের দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরো বলেন বিগত দিনে রাজ্যে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে প্রশাসনের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও যাতে প্রশাসনের পক্ষ থেকে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা যায় তার জন্য পাক মহড়া এবং জনসচেতনতা রাজ্যে চলছে। দুদিনের এই কর্মসূচির সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী। এদিনের আয়োজিত কর্মশালায় স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।