স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ময়দানে ভোটের দামামা বাজাতে বিজেপির বুথ বিজয় অভিযান শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র ৮ টাউন বড়দোয়ালীর ৩৯ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বুথে বুথ বিজয় অভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার নির্বাচন প্রভারী ডক্টর মহেশ শর্মা, বিজেপি-র সহ সভাপতি অমিত রক্ষিত, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা।
ত্রিপুরার উন্নয়ন ও বিকাশের জন্য বিজেপি-র ক্ষমতাসীন হওয়ায় আবশ্যক। আর নির্বাচনে জয়ী হতে গেলে বুথ বিজয় জরুরী। ছোট ছোট দল করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে হবে। প্রত্যেক কার্যকর্তাকে বুথ বিজয় অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়ে এই কথা বলেন ত্রিপুরার প্রভারী ডক্টর মহেশ শর্মা। এই অভিযানে কার্যকর্তাদের কোন পরামর্শ থাকলে তাও গ্রহণ করবে দল বলেও জানান তিনি।