স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ভ্রাম্যমান কৃত্রিম গো-প্রজনন কর্মী সংঘের পক্ষ থেকে প্রথমবারের মতো পূজার বোনাস প্রদান করায় দপ্তরের মন্ত্রী ভগবান দাসকে ধন্যবাদ জ্ঞাপন করে মিছিল সংগঠিত করা হয়। মঙ্গলবার গুর্খাবস্তী থেকে মিছিল সংগঠিত করে তারা।
দীর্ঘ ১৭ বছর যাবত কাজ করে যাচ্ছেন ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মীরা। কিন্তু এই সময়ে তাদের কোন পূজা বোনাস প্রদান করা হয়নি। দপ্তরের মন্ত্রীর জন্য এই প্রথমবার তাদের পূজার বোনাস প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল সংগঠিত করা হয় বলে জানান ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘের সভাপতি গৌরাঙ্গ দেব । একই সঙ্গে বেশ কিছু দাবি সনদ মন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। দাবি গুলি হল ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মীদের মাসিক ভাতা প্রদান, দপ্তরের পক্ষ থেকে কর্মীদের লাইফ ইনস্যুরেন্স প্রদান করা, কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষ কর্মীদের অগ্রাধিকার প্রদান। এরপর মিছিল শেষে মহাকরণে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা।