স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : গাড়ি চুরির ঘটনায় মূল পান্ডাকে জালে তুলতে সক্ষম হলো পূর্ব থানার পুলিশ। উদ্ধার করতে সক্ষম হয়েছে দুটি গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার গভীর রাতে মহেশখলা থেকে অভিযুক্ত গাড়ি চোর সুমন দাসকে আটক করে পুলিশ।
তার বিরুদ্ধে আগে একটি হত্যার মামলা রয়েছে। মঙ্গলবার মহকুমা পুলিশ আধিকারিক জানান গত ৫ ও ৬ নভেম্বর পৃথক পৃথক স্থান থেকে দুটি গাড়ি চুরি যায়। সেই পরিপ্রেক্ষিতে থানায় চুরির অভিযোগ দায়ের করে গাড়ির মালিক সঞ্জিত ঘোষ, বাড়ি টাউন প্রতাপগড় ও সঞ্জয় দত্ত, বাড়ি কলেজটিলা এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। পূর্ব ও পশ্চিম থানার পুলিশ মিলে একটি টিম গঠন করে চুরি যাওয়া গাড়ি উদ্ধার করতে অভিযান শুরু করে। অবশেষে সাফল্যও মেলে। কলেজটিলা এবং রামঠাকুর সংঘ থেকে চুরি যাওয়া TR 01 AL 0701 ও TR 01 K 1775 নাম্বারের গাড়ি দুটি উদ্ধার হয়। আটক করা চুরি চক্রের এক পান্ডা সুমন দাসকে। পুলিশ উদ্ধার করেছে একটি মাষ্টার চাবি। পুলিশ আধিকারিক আরও জানান এই চুরি যাওয়া গাড়ি গুলিকে পরবর্তী সময় নেশা সামগ্রী পাচারের কাজে ব্যবহার করা হত। এই চক্রে বেশ কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদের শীঘ্রই আটক করা হবে।