স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : কর্মরত দন্ত চিকিৎসকরা উন্নত পরিষেবা দেওয়ার নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারা যে প্রাপ্য সম্মান ও অধিকার পাওয়ার কথা ছিল বিগত বামফ্রন্ট সরকারের আমলে সেই প্রাপ্য এবং অধিকার দেয়া হয়নি। তাতে দন্ত চিকিৎসকরা ক্ষুব্ধ ছিলেন।
বিগত সরকারের আমলে তারা বঞ্চিত ও অবহেলিত থাকলেও বর্তমান সরকারের আমলে তাদের প্রতি সুবিচার করা হয়েছে বলে সোমবার সাংবাদিক সম্মেলনে অভিমত ব্যক্ত করে ইন্ডীয়ান ডেন্টাল এসোসিয়েশন রাজ্য শাখা। বর্তমান সরকার দন্ত চিকিৎসকদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দন্ত চিকিৎসকদের ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত করেছে। এজন্য বর্তমান সরকার সার্ভিস রুলের প্রয়োজনীয় সংশোধনী করেছে বলেও জানান তারা । বেশ কিছু নতুন পদ সৃষ্টি করে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন রাজ্য শাখার নেতৃত্ব জানান গ্রেড ওয়ান পদে একজন, গ্রেড টু পদে ৩ জন , গ্রেট ৩ পদে ২২ জন এবং গ্রেড ফোর পদে ৫৮ জনকে প্রমোশন দেওয়া হয়েছে। তারা এজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।