স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর।
অঘোষিতভাবে এক প্রকার রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে বিশালগড়ে। মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের নেতৃত্বে প্রতিদিন চলছে বাড়িঘরে তান্ডব। এই পুলিশ আধিকারিক বাড়িতে প্রবেশ করে মহিলাদের তাড়া করছেন প্রতিদিন। আতঙ্কিত বিভিন্ন এলাকার মহিলারা। গ্রেফতার করেছে এলাকার মানসিক অবসাদগ্রস্ত এক যুবককে। তাঁর নাম সোহেল রানা। পুলিশ আধিকারিক রাহুল দাস দিন দিন নারীদের সম্মান প্রদান করার বিষয়টুকু পর্যন্ত ভুলে যাচ্ছেন। এমনটাই অভিযোগ মহিলাদের। এলাকার মহিলাদের কাছ থেকে জানা যায়, রাউৎখলায় ২ নভেম্বর কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত এই এলাকায় চলছে এ ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস। এলাকার এক মহিলার অভিযোগ, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। তিনি উদয়পুর থেকে পরবর্তী সময় বাড়ি ফেরার পর মহাকুমা পুলিশ আধিকারিক মহিলা পুলিশ নিয়ে প্রতিদিন বাড়িতে এসে তাড়া করছেন। সুযোগ পেয়ে মহিলার মানসিক অবসাদগ্রস্ত ছেলেকে ধরে থানায় নিয়ে গেছেন। যাওয়ার সময় মহিলাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে গেছেন এই পুলিশ আধিকারিক, বলে অভিযোগ। পুলিশ আধিকারিকের এ ধরনের অভাব্য আচরণে এলাকায় এক প্রকার হেনস্থার শিকার মহিলা থেকে শুরু করে প্রবীণরা। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে বিষয়টি স্বরাষ্ট্র দপ্তরের কতটা গোচরে রয়েছে। যে রাজ্যে একজন পুলিশ আধিকারিক মহিলা এবং সাধারণ অংশের জনগণের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, সে আধিকারিক নারী সুরক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে , সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। অভিযোগ উঠেছে দায়িত্বের নামে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। এই পুলিশের আধিকারিকের বিরুদ্ধে স্বরাষ্ট্র দপ্তর এবং জেলা পুলিশ আধিকারিকের পক্ষ থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্যও দাবি করেছে মহিলারা ।