স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ঝাপিয়েছে শাসক দল বিজেপি। জনসম্পর্কের জন্য এবার বিজেপি বুথ বিজয় অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। রাজধানীর টাউন বড়দোওয়ালি বিধানসভা কেন্দ্রের ৩৩ নং ওয়ার্ডের ২৮ নং বুথে সোমবার বিকেলে বুথ অভিযানের আয়োজন করা হয়। এদিন দীন দয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বুথ অভিযানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
তিনি এদিন বুথ অভিযানে বক্তব্য রেখে বলেন, এই বুথ অভিযানের মূল উদ্দেশ্য হলো কেন্দ্রীয় নেতৃত্বদের নির্দেশ অনুযায়ী মানুষের কাছে যাওয়া। এবং তিনি বলেন দীর্ঘসময় পর ত্রিপুরা থেকে কমিউনিস্টের বিদায় করে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে ভারতীয় জনতা পার্টি। এ দল মানুষের কাছে মানুষের কাছে রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় চিন্তাধারা মধ্যে রয়েছে সেবাই সংগঠন। জনগণের সেবাই শেষ কথা। আর এটা যে ভারতীয় জনতা পার্টি গত সাড়ে চার বছরে একাধিকবার প্রমাণ করে দেখিয়েছে রাজ্যবাসীকে বলে জানান মুখ্যমন্ত্রী। এই দিনে আয়োজিত বুথ অভিযানে এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় মুখ্য প্রবক্তা সম্বিত পাত্রা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্য নেতৃবৃন্দ।