স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : বিজেপি অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে “ত্রিপুরা বাঁচাও, ভারত জোড় যাত্রা” কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৯ নভেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে এই যাত্রার সূচনা করবেন আগরতলায় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। ধর্মনগর ও কৈলাশহরে এই যাত্রার সূচনা করবেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ড. অজয় কুমার।
রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত করা হবে। সোমবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি আরো বলেন এই যাত্রার কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিধায়ক সুদীপ রায় বর্মনকে। কর্মসূচিতে পূর্ণাঙ্গ রূপ দিতে সর্বভারতীয় স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই যাত্রা প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে দিয়ে হবে। বিজেপি থেকে ত্রিপুরাকে মুক্ত করতে সকল অংশের মানুষকে ত্রিপুরা বাঁচাও ভারত জোড় যাত্রায় অংশ গ্রহণ করার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।