Saturday, February 15, 2025
বাড়িরাজ্য৫৫ আসনে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি : হিমন্ত

৫৫ আসনে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি : হিমন্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : তেইশের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমেছে শাসক দল বিজেপি। রাজ্যের কার্যকর্তা এবং দলীয় কর্মীদের ক্লাস নিতে প্রতিদিন রাজ্যে ভিড় জমাচ্ছেন কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দ। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিজেপির বুথ বিজয় অভিযান। উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, প্রদেশ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ডাক্তার মহেন্দ্র সিং, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী।

এইদিন রবীন্দ্র ভবন প্রাঙ্গণে ২০১৮ সালের প্রতিশ্রুতির মাস্টার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার গাড়িতে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে ব্যান্ড পার্টির বাজনার মাধ্যমে হিমন্ত বিশ্বশর্মাকে স্বাগত জানানো হয়। পরে রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে বুথ বিজয় অভিযানের সুচনা করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিনের বুথ বিজয় অভিযানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ডাক্তার মহেন্দ্র সিং বলেন আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে এক নাম্বার রাজ্যে পরিণত করতে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসন্ন নির্বাচনে সব কয়টি আসনে বিরোধীদের জামানত জব্ধ হবে। ডাক্তার মহেন্দ্র সিং আরও বলেন বুথ বিজয় অভিযানের মাধ্যমে সকলকে জাগাতে হবে। আপনা বুথ সবচেয়ে মজবুত বুথ এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। বুথ জিততে পারলে নির্বাচনে জয় নিশ্চিত। এই দিশাতে এগিয়ে যেতে হবে। বেশি কথা বলার প্রয়োজন নেই। বাঁচতে হলে ভারত মাতার জন্য বাচব, আর মরতে হলে ভারত মাতার জন্যই মরবো। এই সংকল্প নিতে হবে। এখন থেকে নির্বাচন পর্যন্ত দলের কার্যকরতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ভারতের জনতা পার্টি সাবকা সাথ, সবকা বিকাশের চিন্তা ধারা নিয়ে এগিয়ে যাচ্ছে। এই দলের কাছে সব জাতি এবং সব সমাজের উন্নয়নের জন্য পরিকল্পনা রয়েছে বলে জানান আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন ত্রিপুরায় যেভাবে প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী এসে বিকাশ এবং উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে ত্রিপুরা এখন আর পিছিয়ে নেই। ত্রিপুরা ভারতের মধ্যপ্রদেশ হয়ে গেছে। এক নতুন ত্রিপুরা হয়ে গেছে। কারণ ত্রিপুরায় গত সাড়ে চার বছরে অনেক কাজ হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে ত্রিপুরাকে বা গত পাঁচ বছরে অনেক পরিবর্তন করেছে। রাজ্য সফরে এসে এটা তিনি চাক্ষুষ করেছেন বলে জানান। এবং ত্রিপুরার মধ্যে বিজেপির যে সংগঠন ছিল তা গত পাঁচ বছরে ১০০ গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে। দলের যে কল্পনার ছিল তার থেকে বহুগুণ এগিয়ে গেছে বলে আশা ব্যক্ত করে হেমন্ত বিশ্ব শর্মা। আরো বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে ৫৫ টি আসন জয়ী হয়ে ত্রিপুরায় প্রত্যাবর্তন করবে বিজেপি। কারণ ২০১৮ নির্বাচনের মত এখন আর ত্রিপুরায় কমিউনিস্টের ভয় নেই বলে জানান তিনি। পাশাপাশি কর্মী ও কার্যকর্তাদের তিন মাসের সময় বেঁধে দেন। এই তিন মাস সমস্ত কর্মী ও কার্যকর্তাকে দলীয় কাজ সঠিকভাবে করার জন্য আহ্বান জানান তিনি।

এইদিনের বুথ বিজয় অভিযানে প্রদেশ বিজেপি নেতৃত্ব, জেলা স্তরের নেতৃত্ব, মণ্ডল, বুথ ও শক্তিকেন্দ্রের পদাধিকারিরা অংশগ্রহণ করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য