Friday, February 7, 2025
বাড়িরাজ্য"আই এম নট হ্যাপি " : মুখ্যমন্ত্রী

“আই এম নট হ্যাপি ” : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর :   জনগণ সঠিক পরিষেবা পাচ্ছে না। কারণ সরকারি কর্মীদের ফাঁকি ঝুঁকিতে কম সময়ের কাজ দীর্ঘমেয়াদি হওয়ার অভিযোগ পূর্বতন সরকারের আমলে থেকে উঠে আসছে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আচমকা সরকারি অফিস গুলিতে অভিযান চালালেও তেমন কোনো ব্যবস্থা নেয়নি কাজে ফাঁকি দেওয়া সরকারি কর্মীদের বিরুদ্ধে। সেই ধারা বর্তমানে চলছে।

 যার ফলে সরকারি কর্মীরা মর্জি মাফিক কাজ করে চলেছেন। আর এটা শনিবার বিকেলে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় পূর্ত দপ্তরের অফিসে গিয়ে চাক্ষুষ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি এদিন অফিসের প্রতিটি কক্ষে গিয়ে সরকারি কর্মচারীদের সাথে কথা বলেন। শেষে অফিসের আধিকারিকের সাথে কথা বলে জানতে পারেন অধিকাংশ কর্মী অফিসে অনুপস্থিত। শেষ পর্যন্ত তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন “আই এম নট হ্যাপি।” মানুষ যদি অফিসে এসে সঠিকভাবে পরিষেবা না পায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। তাই বিষয়টি নিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান এদিন। তিনি এদিন আরো বলেন এগুলি পুরনো অভ্যাস। সরকার চাইছে এই অভ্যাস থেকে সরকারি কর্মচারীরা ফিরে এসে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য। তবে এই দিন তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন রাজ্যের যে কোন অফিসে যেকোনো সময় তিনি যাবেন এবং কোন কর্মচারী অফিসে না থাকলে কেন ছিলেন না এর তদন্ত করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য