Monday, February 17, 2025
বাড়িরাজ্য২০২৩ -এর বিধানসভা নির্বাচনের পর মানিক সরকার আর বিরোধী দলনেতার পদে থাকবেন...

২০২৩ -এর বিধানসভা নির্বাচনের পর মানিক সরকার আর বিরোধী দলনেতার পদে থাকবেন না : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : গত বুধবার বিশালগড়ের রাউতখলা এলাকায় যে রাজনৈতিক সন্ত্রাস সংগঠিত হয়েছে, এর তীব্র নিন্দা জানায় বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান গত বেশ কিছুদিন যাবৎ বিশালগড়ে একটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে। অক্টোবর মাসে বিশালগড়ে এক বিজেপি কর্মীর উপর আক্রমণ করা হয়। তারপর মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচির ঠিক দুদিন পূর্বে কংগ্রেসের একটি গুষ্টির পক্ষ থেকে সেখানে আক্রমণ করা হয়।

 সেখানে ১৮ টি বাইক পুড়িয়ে দেওয়া হয়। নাম সহকারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই বর্তমানে বিচার বিভাগীয় হেপাজতে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বিশালগড়ে বিজেপির দলীয় কিছু কর্মসূচি রয়েছে। সেই মোতাবেক প্রচারসজ্জা চলছে। বুধবার উত্তর রাউৎখলা এলাকায় প্রথমে একজন বিজেপি দলের কার্যকরতার উপর আক্রমণ সংঘটিত করা হয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা গাড়ি নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় ঐ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে আনার জন্য। দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িটিতে আক্রমণ সংঘটিত করা হয়। তারপর সেখানে বোমা নিক্ষেপ করা হয়। কংগ্রেস কর্মীরা সেখানে একটি সরকারি জায়গায় তাদের দলীয় অফিস তৈরি করছিল। সেই ঘর থেকেও বোমা নিক্ষেপ করা হয়।

 পরবর্তী সময় সেই ঘরেও বোমা বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা সকলে এই বিষয়গুলো দেখেছেন। তার পরবর্তী সময় বিজেপি দলের কার্যকর্তারা যখন ফিরে আসছিল, তাদের উপর ফের আক্রমণ সংঘটিত করা হয়। কংগ্রেসের মধ্যে বর্তমানে এলাকা দখলের প্রতিযোগিতা চলছে। একজন আগরতলা থেকে ছুটে গিয়ে একটি বাড়িতে বৈঠক করলেন। সেখানে বৈঠক করার পর তিনি আবার নতুন করে আক্রমণ সংঘটিত করার চেষ্টা করেন। সেখানে কিভাবে অস্ত্র বন্টন করা হচ্ছে সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবন থেকে যারা বিজেপি দলের কার্যকর্তাদের উপর বোমা নিক্ষেপ করেছিল, তাদের মধ্যে বেশ কয়েকজনকে বিশালগড়ের ঘটনায় দেখা গেছে। যারা নেশা কারবারের সাথে যুক্ত, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তারা এই সকল ঘটনার সাথে যুক্ত বলে দাবি করেন তিনি।

নবেন্দু ভট্টাচার্য আরও দাবি করেন বুধবার বিশালগড়ের ঘটনায় যারা গামছা বেঁধে ঘটনাস্থলে হাজির হয়েছিল তাদের মধ্যে অনেকেই রাজ্যের নয়। পুলিশকে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মধ্যে অনেকেই বর্তমানে পলাতক। বৃহস্পতিবারও কংগ্রেস নেতার গাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়েছে। সেই নেতা বর্তমানে পলাতক। বিশালগড়ে ইতিপূর্বেও হিংসার রাজনীতির অনেক ইতিহাস রয়েছে। আবার সেই সকল বিষয়গুলো উসকে দেওয়ার চেষ্টা চলছে। রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বলেছেন কংগ্রেসের দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার এই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট তারা কংগ্রেসকে সমর্থন করছে। অর্থাৎ তারা একে অপরের কাছাকাছি চলে এসেছে। অতীতেও কংগ্রেস নেতৃত্বদের কারণে দীর্ঘ বছর ধরে রাজ্যের শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট। বর্তমানে তারা আইন-শৃঙ্খলার কথা বলছে। কিন্তু অতীতে আগরতলা শহরে শুকরাম দেববর্মার হত্যার ঘটনা কেউ ভুলে যায়নি। এখনো ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ যথা সময়ে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করছে।

বিলোনিয়ার ঘটনা নিয়ে বিরোধী দলনেতা মানিক সরকারের বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে নবেন্দু ভট্টাচার্য বলেন বিরোধী দলনেতা এদিন যার বিষয় নিয়ে কথা বলেছেন, শাসন ক্ষমতায় থাকা অবস্থায় তিনি আদালতের ভিতরে ঢুকে কি করেছিলেন তা সকলের জানা। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি পুলিশ অফিসারকে কি বলছেন তাও সকলের জানা। বিলোনিয়াতেও এলাকা দখলের লড়াই চলছে। কে কত বেশি সক্রিয় তা দেখানোর প্রতিযোগিতা চলছে সেখানে। মানুষ সবকিছু বুঝতে পারছে। বর্তমানে যিনি বিরোধী দলনেতার পদে রয়েছেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পর তিনি আর বিরোধী দলনেতার পদে থাকবেন না বলে দাবি করেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদক তাপস মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য