স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : রক্তের জন্য বিপদাপন্ন মানুষের পাশে মানুষকেই দাঁড়াতে হবে। কারণ রক্ত এমন একটি জিনিস যেটা কারখানায় তৈরি হয় না এবং দোকানে গেলেও পাওয়া যায় না। কিন্তু প্রতিদিন বহু মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য চিকিৎসক রক্ত দিতে প্রেসক্রাইব করেন।
আর এই রক্ত মানুষের শরীর ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। তাই সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে বাম ছাত্র যুব সংগঠনগুলি গণতান্ত্রিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রক্তদান শিবির সংঘটিত করার চেষ্টা করছে। বৃহস্পতিবার ডিওয়াইএফআই -এর ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডুকলি বিভাগের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বাম ছাত্র যুব সংগঠনগুলিকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন মিলন সংঘ স্থিত সিপিআইএম দলীয় কার্যালয়ে রক্তদান শিবিরে তিনি আরো বলেন, নতুন সরকার আসার পর যেভাবে রক্তদান শিবিরের উপর আক্রমণ সংগঠিত করেছে, এতে বিজেপি জনগন থেকে বিচ্ছিন্ন হয়েছে।
এগুলি মূল উদ্দেশ্য হলো মানুষের সাথে তাদের দূরত্ব বাড়ছে। তাই তারা এইগুলির সংগঠিত করছে। কিন্তু বর্তমানে এই ধরনের আক্রমণ অনেকটাই কমেছে। তাদের এই ধরনের নিন্দাজনক কাজে কারো সমর্থন নেই বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন রক্তদান শিবিরে উপস্থিত রক্তদাতা দের শুভেচ্ছা জানান। এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি।