স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : আবারো সন্ত্রাসের শিকার রক্তদানের মতো সামাজিক কর্মসূচি। ঘটনাটি ঘটে বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্তের বাড়িতে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও টি এস আর বাহিনী। জানা যায়, বৃহস্পতিবার সকালে আচমকা উত্তপ্ত হয়ে উঠে বিলোনিয়া। রক্তদানের মত সামাজিক কর্মসূচির উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্তের বাড়ি এদিন ছোড়া হয় ইট পাটকেল, ভেঙ্গে ফেলা হয় টিনের বেড়া। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সংঘঠিত করে শাসক বিজেপি দলের আশ্রিত দুস্কৃতিকারীরা। এমনই দাবি সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কমিটি সম্পাদকের। ডিওয়াই এফ আই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রক্তদান শিবির আয়োজিত হয় এই দিন। রক্তদান শিবিরকে বানচাল করার উদ্দেশ্যেই আক্রমণ বলে জানান তাপস দত্ত। পরিস্থিতি থমথমে অবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশ। রক্তদানের মতো মহৎ কর্মসূচিকে বানচাল করতে আক্রমনের ঘটনায় ছিঃ ছিঃ রব উঠছে শুভ বুদ্ধি সম্পন্ন মহল থেকে। এদিকে ভয়, ভীতি ও সন্ত্রাসকে উপেক্ষা করেই এদিন ডিওয়াইএফ আই নেতা কর্মী সমর্থকরা উপস্থিত হয় রক্তদান শিবিরে। উপস্থিত নেতাকর্মী সমর্থকরা আয়োজিত শিবিরে রক্তদান করে । সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক তাপস দত্ত সংবাদ মাধ্যমের সামনে জানান, পুলিশকে জানানো হয়েছিল পরিস্থিতির কথা। কিন্তু কোন উদ্যোগ না নেওয়ায় বিজেপি দুস্কৃতিকারীরা হামলা চালায় বাড়িতে। পরে দ্বিতীয় বার আক্রমন করতে এসে পাল্টা প্রতিরোধে পালিয়ে যায়। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।