স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ছাত্র যুব ভবনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উপস্থিত ডি ওয়াই এফ আই নেতা বলেন পাঞ্জাবের লুধিয়ানা শহরে ৪৩ বছর আগে সম্মেলনের মধ্যে দিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠা হয়। এবং জন্ম লগ্ন থেকেই ডিওয়াইএফআই কাজ এবং শিক্ষার দাবিতে লড়াই করে আসছে। বর্তমান সময়েও কাজ ও শিক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কারণ এটা দেশবাসীর অধিকার বলে জানান তারা।