স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : নেশার কড়াল গ্রাসে হাবুডুবু খাচ্ছে স্মার্ট সিটি। অবশেষে এক নেশা কারবারিকে গ্রেপ্তার করে কর্মযজ্ঞ করলো পশ্চিম থানা পুলিশ। জানা যায় বুধবার রাতে গোপন সূত্রের খবরে পশ্চিম আগরতলা থানার পুলিশ লঙ্কামুড়া এলাকার বাসিন্দা শঙ্কর সরকারের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায়।
শঙ্কর সরকারের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর উদ্ধার হয় ৯ গ্রাম ব্রাউন সুগার ও ৬৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তার করা হয়েছে শঙ্কর সরকারকে। শঙ্কর সরকারের বাড়িতে থাকা একটি স্কুটি থেকে এই ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান সদর মহকুমার পুলিশ আধিকারিক। তিনি আরও জানান ধৃত শঙ্কর সরকারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশকিছু তথ্য পাওয়া গেছে। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে শঙ্কর সরকারকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ রিমান্ডে এনে শঙ্কর সরকারকে আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে।