Monday, February 17, 2025
বাড়িরাজ্যঅগ্নিকাণ্ড শাসকদলের অফিসে

অগ্নিকাণ্ড শাসকদলের অফিসে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : গোটা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস ক্রমশ বাড়ছে। পরিস্থিতি উদ্বেগ জনক হয়ে উঠছে। বুধবার রাতের আধারে আগুনে পুড়ল শাসক দলের অফিস ঘর। ঘটনা বিলোনিয়ার সাতমুড়া এলাকায়। জানা যায় সাতমুড়া বাজারে বিজেপি অফিসে গভীর রাতে দুষ্কৃতিরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বিজেপি কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। বৃহস্পতিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি ঋষ্যমুখ মণ্ডলের সভাপতি সুশঙ্কর ভৌমিক, স্থানীয় বিজেপি নেতৃত্ব বাদল ভৌমিক সহ অন্যান্যরা।

স্থানীয় বিজেপি নেতৃত্ব বাদল ভৌমিক নাম না করে এই ঘটনার জন্য সিপিআইএমকে কাঠ গড়ায় তুলেন। তিনি জানান পূর্বতন সরকারের সময় সাতমুড়া এলাকায় বিরোধী রাজনৈতিক দলের বহু পার্টি অফিস দুষ্কৃতিরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে রাতের অন্ধকারে। একই কায়দায় বিজেপি কার্যালয় পুড়ানো হয়েছে। তিনি আরক্ষা প্রশাসনের নিকট দাবি জানান উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। অন্যথায় বিজেপি কর্মী সমর্থকরা প্রতিরোধ গড়ে তুলতে রাস্তায় নামবে। কিন্তু নিত্যদিন রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস রাজ্যের ভবিষ্যত কোন দিকে নিয়ে যাচ্ছে, সেই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে আসন্ন নির্বাচনে ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে ছুটবে সেটা বলা মুশকিল। কারণ শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দল ময়দানে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত করছে তাতে মানুষের মনে আতঙ্ক বাড়ছে। মানুষ জীবন এবং সম্পত্তি রক্ষার চিন্তা করে এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস রুখে দাঁড়াতে পারে বলে অভিমত অভিজ্ঞ মহলের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য