স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : আগে থেকে নির্ধারিত ছিল আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নভেম্বর মাসে শাসক দলের কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে রাজ্যে সংগঠন সাজাতে আসবেন। দলীয় সূত্রে খবর আগামী ৭ নভেম্বর রাজ্যে আসছেন আসামের মুখ্যমন্ত্রী তথা ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপিকে প্রতিষ্ঠিত করার অন্যতম বড় কান্ডারী হেমন্ত বিশ্ব শর্মা।
তিনি এদিন রাজ্যে সফরে এসে সাংগঠনিক বিষয়ে মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী ও অন্যান্য নেতৃবৃন্দদের সাথে দফায় দফায় বৈঠক করবেন। পাশাপাশি আসন্ন নির্বাচনের কৌশল তৈরি করবেন বলে সূত্রে খবর। কারণ ইতিমধ্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি অনেকটাই চিন্তায় ফেলছে শাসকদল বিজেপিকে। কারণ গত সাড়ে চার বছরে রাজ্যে সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল হয়ে গেছে বিজেপি। সাংগঠনিক দিক চাঙ্গা করে ময়দানে ঝাপানো কষ্টকর হবে। তাই এবার কৌশল নির্ধারণ করে ২৩ -এ সরকার প্রতিষ্ঠিত করতে আসছেন তিনি। এমনটাই গুঞ্জন রাজনৈতিক মহলে।