স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : বৃহস্পতিবার প্রাতঃভ্রমণ শেষে বাড়িতে ফিরে সময় রেলে কাটা পড়ে মৃত্যু মহিলার। মৃত মহিলার নাম কাজল শীল। এই মর্মান্তিক ঘটনা রাজধানীর প্রতাপগড় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এদিন সকালে প্রতাপগড়ে রেললাইন পার হওয়ার সময় রেলের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল কাজল শীল নামে এক মহিলার।
মৃত মহিলার বয়স ৬২ বছর। স্থানীয়রা পুর্ব আগরতলা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এবং জিআরএফ কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তী সময় পুলিশ মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। জানা যায় প্রতাপগড় এলাকার বাসিন্দা কাজল শীল প্রাতঃভ্রমণ শেষে বাড়িতে ফিরে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। জিবি হাসপাতালে ময়না তদন্ত শেষে মৃতদহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। শোকের ছায়া নেমে আসে পরিবার-পরিজনদের মধ্যে।