স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : বৃহস্পতিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৩ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আবারো কর্মসংস্থানের দাবি তুলল বৃহস্পতিবার।
এদিন ডি ওয়াই এফ আই পক্ষ থেকে ছাত্র যুব ভবনের সামনে থেকে মশাল মিছিল সংগঠিত করা হয়। তারা দাবি জানান সরকার যাতে যুব যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদগুলি পূরণ করার উদ্যোগ গ্রহণ করে। আরো বলেন এই দাবি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জন্ম লগ্ন থেকে। সরকার যদি দাবি পূরণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।