Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যনিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও এস টি জি টি বেকার যুবক-যুবতীদের

নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও এস টি জি টি বেকার যুবক-যুবতীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : বেকার আন্দোলন বর্তমানে নিত্য দিনের ঘটনা হয়ে উঠেছে আগরতলা শহরে। কখনো মন্ত্রীর বাড়ি ঘেরাও আবার কখনো মহাকরণ অভিযান সংঘটিত করছে হতাশাগ্রস্ত বেকাররা। গত কয়েকদিন ধরে এস টি জি টি উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তারা নিয়মিত দাবি জানায় তাদের অবিলম্বে নিয়োগ করার জন্য। কারণ আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন। নির্বাচনের ঢাকে কাঠি পড়লে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছিলেন অর্থ দপ্তর থেকে অনুমোদন দেওয়ার জন্য ফাইল পাঠানো হবে উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী কাছে। কিন্তু গত কয়েকদিন আগে তারা উপমুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে জানতে পারে ফাইল পাঠানো হয়নি। অবশেষে উপমুখ্যমন্ত্রী কাছ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর সাথে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্তের কথা জানানো হবে। এখন শিক্ষামন্ত্রী বলছেন পুনরায় পরীক্ষায় বসতে হবে। তাই তারা সোমবার শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করলেন। চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের অভিযোগ শিক্ষামন্ত্রী প্রথমে অর্থ দপ্তরে অনুমোদনের সাপেক্ষে এস টি জি টি নিয়োগের আশ্বাস দিয়ে এখন তিনি তাদের নিরাশ করছেন। সরকারের কাছে গত কয়েক মাস ধরে গাভী জানানো হয় এস টি জি টি উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগ করার জন্য। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ধরনের জবাব না পেয়ে এদিন এস টি জি টি উত্তীর্ণরা সকলে একত্রিত হয়ে শিক্ষামন্ত্রীর বাস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়।

দাবি ২০২১ সালের পর সামান্য কিছু এস টি জি টি নিয়োগ করা হয়েছে। বর্তমানে এস টি জি টি উত্তীর্ণ অনেকে রয়েছে। তাই তাদের সকলকে এক সাথে নিয়োগ করতে হবে। তারা আরো জানান আর টি আই এর মাধ্যমে জানতে পেরেছে প্রায় পাঁচ হাজার চারশ তিনটি শুন্যপদ রয়েছে স্কুলগুলিতে। শিক্ষামন্ত্রী এ বিষয়ের প্রথমে জানিয়েছিলেন তাদের নিয়োগ করা হবে। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর পুনরায় শিক্ষামন্ত্রী দ্বারস্থ হয় তারা। তখন তাদের বলা হয় নিয়োগ হবে না। আবার শূন্যপদ বৃদ্ধি করে নতুনভাবে পরিক্ষা নেওয়া হবে। তাই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে জানান তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারী যুবক-যুবতীদের বাধা দিলেও কিছু হাঁটেনি। তখন তাদের গ্রেপ্তার করে পুলিশ কমপ্লেক্স নিয়ে যায়। কিন্তু তারা জানায় বহু চেষ্টার পর তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার মত ধৈর্য তাদের কাছে এখন আর নেই। কারণ বহু যুবক যুবতী বইয়ের উত্তীর্ণ হয়ে যেতে পারে। তাই যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে নিয়োগ না করলে তারা আন্দোলন অব্যাহত রাখবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য