Sunday, February 16, 2025
বাড়িরাজ্যচাকরি থেকে ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ জেনারেটর কর্মীদের

চাকরি থেকে ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ জেনারেটর কর্মীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বাবুর মৌখিক ফরমানে চাকরি চলে গেল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের ১২ জন জেনারেটর কর্মীর। অসহায় হয়ে জিবি হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। কিন্তু আলোচনার জন্য এগিয়ে আসে নি কোন আধিকারিক থেকে শুরু করে ঠিকাদার। জানা যায় দীর্ঘ ১৩ বছর ধরে হাসপাতালের জেনারেটর সেকশনে দায়িত্ব পালন করে আসছিলেন তারা।

 তারা দীপক ঘোষ নামে একটি ঠিকাদারে অধীনে দীর্ঘ ১১ বছর দায়িত্ব পালন করার পর গত দু’বছর আগে এক নতুন ঠিকাদারের অধীনে কাজ করেছেন। কিন্তু এই ঠিকাদারের মেয়াদ সোমবার শেষ হয়ে যায়। মঙ্গলবার থেকে টেন্ডার প্রাপ্ত ঠিকাদার শুকুলাল সাহার অধীনে কাজ শুরু হয়। এদিনও তারা অন্যান্য দিনের মতো সকালবেলা কাজ করতে আসলে তাদের জিবি হাসপাতালের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার জানিয়ে দেন বাড়ি চলে যাওয়ার জন্য। তাদের চাকরি এখন আর নেই। এই খবরটি শুনে তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। শেষ পর্যন্ত তারা অসহায় হয়ে জিবি হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা জানায় এভাবে যে চাকরি থেকে ছাটাই করে দেওয়া হবে সেটা তাদের আগে জানা ছিল না। কারণ তারা দীর্ঘ ১৩ বছর ধরে জিবি হাসপাতালে জেনারেটরের দায়িত্ব পালন করে আসছে।

বিদ্যুৎ চলে গেলে তারা জেনারেটর পরিষেবা প্রদান করে থাকেন। নতুন ঠিকাদার আসলো তাদের দিয়ে কাজ চলতো। কিন্তু বর্তমান নতুন ঠিকাদার তাদের সাথে এ ধরনের অমানবিক কাজ করবে সেটা প্রত্যাশার বাইরে ছিল বলে জানান তারা। তাদের পক্ষ থেকে দাবি উঠেছে সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে হাসপাতালে জেনারেটরে কাজ যাতে তাদের দিয়ে করানো হয়, সে ব্যবস্থা করার জন্য। তাদের এই কাজের উপর প্রত্যেকের পরিবার নির্ভর। আর এই মাঝ বয়সে কাজ হারালে তারা কোথায় গিয়ে কি কাজ করবে তার কোন ব্যবস্থা নেই। তাই এই দিনে অসহায় অবস্থায় তারা আন্দোলন শুরু করে জিবি জেনারেটর সেকশনের সামনে। এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে এদিন দিনের অধিক সময় কেটে গেলেও কোন শ্রমিকদের দিয়ে হাসপাতালে জেনারেটরের পরিষেবা চলবে এর কোন জবাব পাওয়া যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য