স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভোর ৫ টা ১৫ মিনিট নাগাদ ত্রিপুরায় ভূমিকম্প অনুভব হয়। জানা যায় কম্পনের স্থায়িত্ব ছিল প্রায় ৩০ সেকেন্ড।
এদিন ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীরে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎসস্থল ১৭৪ কিমি পূর্বে। তবে শীতের ভোর হওয়ায় অনেকেই কম্পন অনুভব করেনি। প্রায় ঘুমিয়ে ছিল অধিকাংশ মানুষ। ত্রিপুরার পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও পার্শ্ববর্তী রাজ্য গুলিতে কম্পন অনুভব করেছে মানুষ। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।