স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : নির্বাচন যতই ঘনিয়ে আসছে বেকার আন্দোলন ততই তেজী হচ্ছে। কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি তা নিয়ে ওয়াকিবহুল তথাকথিত বর্তমান সরকার। জোট সরকারের সাড়ে চার বছরের মেয়াদকালে এ ধরনের আন্দোলন ক্রমশ ধারাবাহিকভাবে দেখা গেছে। অভিযোগ শূন্যপদ থাকার পরেও সরকারের নিয়োগের কোন উদ্যোগ নেই। তাই অল ত্রিপুরা আন এমপ্লয়ি এ এন এম, এম পি ডব্লিউ এবং স্টাফ নার্সের পক্ষ থেকে সোমবার নিয়োগের দাবিতে মহাকরণ অভিযান করা হয়। মূলত স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে নিয়োগের দাবি নিয়ে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই এই কর্মসূচী গ্রহণ করেছিল বেকার যুবক-যুবতীরা।
দীর্ঘ দিন ধরে নিয়োগ নিয়ে কোন সদুত্তর না মেলায় এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান অভিযোগ। এদিন গুর্খাবস্তী থেকে মিছিল সংগঠিত করে চাকুরী প্রত্যাশী বেকার যুবক-যুবতী। কিন্তু মহাকরণের দিকে এগিয়ে যেতে পুলিশ তাদের গতি রুখে দেয়। কিন্তু পুলিশি বাঁধাকে উপেক্ষা করে ফের এগুতে চাইলে মহাকরণ সংলগ্ন এলাকায় তাদের বাঁধা দেয় পুলিশ। পরে গ্রেপ্তার করে পুলিশ লাইনে নিয়ে যায় তাদের। এদিন বেকার যুবক-যুবতীরা জানায় রাজ্যে শূন্য পদ থাকার পরও সরকার নিয়োগ করছে না। তাই ইতিমধ্যে পাঁচ হাজার শূন্য পদ পূরণ করার জন্য দাবী জানাতে যায় তারা। এস ডি পি ও পারমিতা পান্ডে জানান, তারা মহাকরণ অভিযানের জন্য এদিন এসেছিল। কিন্তু তাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার পরেও তারা মহাকরণ অভিযান করতে চাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ আইনত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি। তবে এদিন প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র নিন্দা জানান চাকরির প্রত্যাশী যুবক-যুবতীরা। গ্রেপ্তার হয় প্রায় ৭০ জন যুবক-যুবতী।