Friday, February 7, 2025
বাড়িরাজ্যরাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে রান ফর ইউনিটির আয়োজন

রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে রান ফর ইউনিটির আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : সোমবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রাজ্য ভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে রান ফর ইউনিটির আয়োজন করা হয়। যুব বিষয়ক ক্রিড়া দপ্তরের উদ্যোগে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৬ তম জন্মদিন  উদযাপন উপলক্ষ্যে রান ফর ইউনিটি অনুষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে এই দিনটিকে একতা দিবস হিসাবে দেশব্যাপী উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রান ফর ইউনিটি দৌড়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রামপদ জমাতিয়া, মুখ্যসচেতক কল্যাণী রায়, বিধায়ক কৃষ্ণধন দাস, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক। এদিন শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

 তিনি বলেন, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ গড়ার জন্য যিনি জীবনের প্রতিটি মুহূর্ত সমর্পণ করেছেন, সেই মহান দেশ নায়ক লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের শুভ জন্মদিন উপলক্ষে আজ সমগ্ৰ দেশবাসীর সাথে রাজ্যবাসী “রান ফর ইউনিটি” তে  অংশগ্রহণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। আজ সমগ্র দেশ একতার বার্তা নিয়ে এগিয়ে যাওয়ার প্রাণশক্তিতে পরিপূর্ণ। এই ‘একতা’ অক্ষুন্ন থাকুক এবং আরও সুদৃঢ় হোক -এই মহান দিনে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশের একতা, আখন্ডতা এবং সুরক্ষার জন্য এই দিনটি উদযাপন করা হয়। প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনায় গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটির মূর্তি স্থাপন করা হয়। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এই দিনে দেশবাসী প্রতিজ্ঞা বদ্ধ হয় আগামী দিন গুলিতে কিভাবে চলবে। স্বাধীন রাজ্য গুলিকে একত্রিত করার কাজ করে গেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। এর জন্য তাঁকে লৌহ মানব হিসাবে আখ্যায়িত করা হয়। আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সকলকে একসঙ্গে মিলে চলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত দৌড়ে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। একই সঙ্গে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ , বিভিন্ন দপ্তর, আরক্ষ কর্মী, বি এফ এফ, সি আর পি এফ জওয়ানরা। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এই একতা দৌড় শুরু হয়ে শেষ হয় উমাকান্ত স্কুল মাঠে গিয়ে। পরবর্তী সময়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য