Friday, February 7, 2025
বাড়িরাজ্যপ্রায়ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণ সভা

প্রায়ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণ সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : ৩১ অক্টোবর ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস। এ উপলক্ষে সোমবার প্রদেশ  কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 উপস্থিত প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায় বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষ অখণ্ড রাখার জন্য আত্ম বলিদান দিতে হয়েছে। ১৯৪৮ সালে মহাত্মা গান্ধী, ১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এবং ১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হারিয়েছে দেশবাসী। তাঁদের অবদান দেশবাসী আজও স্মরণ করে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেওয়া কর্মসূচি গুলি প্রকল্প রূপে ইউপি সরকারের আমলে জনগণের কাছে বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে দেশের জনবিরোধী সরকার সেই প্রকল্প গুলির নাম পরিবর্তন করে মানুষকে ধোঁকা দিচ্ছে বলে সমালোচনা করলেন গোপাল রায়। ইন্দিরা গান্ধী প্রসঙ্গে তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য বড় ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং তিনি দেশের মধ্যে গরিবত্ব রুখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন।

 পাশাপাশি গোটা বিশ্বে তিনি শান্তি বাতাবরণ তৈরি করেছিলেন বলে জানান গোপাল রায়। আরো বলেন এই কংগ্রেস সরকারের আমলের দেশে যে সম্পদ গড়ে উঠেছিল তা বর্তমান জুমলা মোদি সরকারের আমলে একের পর বিক্রি হয়ে যাচ্ছে। এবং এই সরকারের আমলে ত্রিপুরা রাজ্যের নারীরা, বেকাররা সুরক্ষিত নয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাজ্যে বিজেপি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠন করেছে তার পূরণ করতে পারেনি। তাই প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দিশায় আসন্ন বিধানসভায় নির্বাচনে কংগ্রেস ত্রিপুরায় সরকার প্রতিষ্ঠিত করবে বলে আশা ব্যক্ত করেন শ্রীরায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য