Saturday, February 8, 2025
বাড়িরাজ্যরাজ্য পুলিশে বড়সড় রদবদল

রাজ্য পুলিশে বড়সড় রদবদল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি অভিযোগ যখন রীতিমতো রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি সহ সাধারণ মানুষ তুলতে শুরু করেছে, তখন রাজ্য পুলিশের বড়সড় রদবদল হয় রবিবার। এদিন মোট ১৬৭ জন সাব ইন্সপেক্টর এবং ইনেসপেক্টরকে রদবদল করা হয়েছে। তবে অধিকাংশ থানা স্তরের পুলিশ অফিসারকে জেলাস্তরে বদলি করা হয়েছে। এডহক পদোন্নতির পর এটা বড়সড় রদবদল বলা যায়। কারণ এডহক পদোন্নতিতে দেখা যায় বহু জুনিয়র সাব ইন্সপেক্টর স্বল্প অভিজ্ঞতা নিয়ে পরীক্ষায় বসে যোগ্যতা বিচার ছাড়াই ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে গেছেন।

এমনটাই কান পাকলে দপ্তর থেকে অভিযোগ উঠছে। শুধু তাই নয় রাজ্যের গুরুত্বপূর্ণ থানার ওসির দায়িত্ব পেয়ে গেছেন তারা। যার ফলে সেসব অফিসারেরা বহু মামলা সঠিকভাবে চার্জশিট তৈরি করতে পারছে না। আসামীদের গ্রেফতার করতে কাল গাম ছুটছে তাদের। আবার বহু অফিসার বাম আমল থেকে একই শহরে আশপাশের থানায় রদ বদল হয়ে এলাকার মাতব্বরদের সাথে এক প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। যার ফলে নির্বাচনের কয়েক মাস আগে স্বরাষ্ট্র দপ্তর বড়সড় রদ বদলের সিদ্ধান্ত গ্রহণ করেছে এদিন। পশ্চিম জেলার প্রায় ৫০ জন সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। যাতে নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগে তারা থানাগুলোতে দায়িত্ব নিয়ে দক্ষতার পরিচয় দিতে পারে। যদিও এই দিন কোন অফিসারকে কোন থানায় বদলি করা হয়েছে সে বিষয়ে বদলির তালিকায় প্রকাশ করা হয়নি।

জেলা হেডকোয়ার্টার থেকে তাদের নির্ধারিত থানা পাঠানো হবে বলে জানা যায়। পাশাপাশি এই দিন জিআরপি এবং ট্রাফিক ইউনিটেও বদলি করা হয়েছে কয়েকজন পুলিশ অফিসারকে। যাই হোক বর্তমান সরকারের আমলে বহু ইন্সপেক্টরকে ডিএসপি পদে গণহারে পদোন্নতি দেওয়ার ফলে থানাগুলির অবস্থা এক প্রকার করুন হয়ে পড়েছে। পদোন্নতির পর বেকাদায় এখন তথাকথিত স্বরাষ্ট্র দপ্তর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য