স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : রবিবার ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের অন্তর্গত ৩৫ নাম্বার বুথে গিয়ে কার্যকর্তাদের সাথে মন কি বাত শোনেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর সঙ্গে বাক্যলাপের সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয়ে বার্তা দেন মন কি বাতের মাধ্যমে। অক্টোবর মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত দলীয় নেতৃত্ব ও কার্যকরতাদের সঙ্গে শোনেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের অন্তর্গত ৩৫ নাম্বার বুথে সকলের সঙ্গে মন কি বাত শোনেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেকে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন।
এবারের মন কি বাতে বড় প্রাপ্তি প্রধানমন্ত্রী ত্রিপুরার প্রসঙ্গ তুলে ধরেছেন। বায়ো ভিলেজের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। দীর্ঘ দিন ধরে রাজ্য সরকার এই প্রকল্পের উপর কাজ করছে। একে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ছট পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। সূর্য দেবতা প্রণাম করে বলেন, সাধারণ মানুষের ওপর সূর্য দেবতার কৃপা অসীম। সৌর শক্তিকে ব্যবহার করে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, ক্রমেই সৌর বিদ্যুৎ মানুষের জন্য অপরিহার্য হয়ে উঠছে। আগে বিহার ও পার্শ্ববর্তী দু-একটি রাজ্যের মধ্যেই ছটপুজো সীমাবদ্ধ থাকত। এখন সারা দেশের বিভিন্ন প্রান্তে ছটপুজো হয়। ছটপুজোর অর্থ হল সূর্য দেবতার পুজো। সৌর শক্তির উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
শোলার পাম্পের প্রসঙ্গও তুলে ধরেছেন। বেনিফিসেয়ায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন। বিদ্যুৎ একটা বড় সমস্যা। দুর্গম এলাকা গুলিতে সৌর শক্তির ব্যবহার বাড়ানো গেলে আর্থিক দিক থেকে লাভবান হবেন বলেও জানান প্রধানমন্ত্রী। এগুলিকে কাজে লাগাতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের দিকটিও তুলে ধরেছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলেছেন প্রধানমন্ত্রী। আই আই টি গুলি এক প্ল্যাটফর্মে এসেছে। মন কি বাতের মধ্য দিয়ে সমগ্র দেশকে চেনা যায় বলে জানান মুখ্যমন্ত্রী। সামনেই নির্বাচন আসছে। মিশন ২০২৩। এই বিষয় নিয়ে সাংগঠনিক আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রের কর্মী সমর্থকদের সাথে কথা বলেন। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর, মন্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তা।