স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : ভোট কর্মীরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে না। ভোট সেন্টারগুলিতে রেগিং চলছে বলে অভিযোগ তুলে ভোট চলাকালীন সময়ে বৃহস্পতিবার পশ্চিম থানার সামনে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট। এদিন দুপুর বারোটা নাগাদ শতাধিক বামপন্থী নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এসে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ছুটে আসেন সদর মহকুমা পুলিশ আধিকারিক। দীর্ঘক্ষন উনার সাথে আলোচনার পর নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছে বামফ্রন্ট।
সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান নির্বাচন কমিশন, ত্রিপুরা সরকারের আরক্ষা বাহিনী এবং বিজেপি যৌথভাবে নির্বাচনী প্রহসনে পরিণত করেছে। দিন দুপুরে আমবর্সা নামিয়ে আনা হয়েছে। এটাই বিজেপি ও আইপিএফটি জোট সরকারের শাসনকাল। তাদের শাসনকালে রাজ্যে গণতন্ত্র নেই। সংবিধান অচল। শীর্ষ আদালতের নির্দেশের পরও সরকারের টনক নড়ে নি। দেশের মধ্যে তাদের ফ্যাসিস্ট সুলভ শাসন গোটা দেশ প্রত্যক্ষ করছে বলেন তিনি। পুলিশ আধিকারিকেরা বিরোধী দলের নেতৃত্বদের ফোন তুলছে না। শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ। কোন ভোট সেন্টারে বিরোধী দলের কোনো এজেন্ট নেই। এ ধরনের প্রহসন তীব্র নিন্দা জনক এবং লজ্জা থাকা দরকার শাসক দলের। পাশাপাশি তিনি আরো বলেন, রতন নাথ রেগিং মাস্টার।