স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : বৃহস্পতিবার রাতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই ক্লাবের মারপিটের ঘটনা ঘটে। পরে মেলাঘর – সোনামুড়া সড়ক অবরোধ করে দুই ক্লাবে বাসিন্দারা। ঘটনার সূত্রে জানা যায় এদিন রাতের বেলা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এক ক্লাবের সদস্য নিটু দাসকে আক্রমণ করে অন্য ক্লাবের দুই সদস্য। অভিযুক্তদের নাম উজ্জ্বল দাস ও কাজল দাস। এ
ই ঘটনাকে কেন্দ্র করে মেলাঘর বটতলী শ্যামা সংঘ ক্লাবের সদস্যরা দুই অভিযুক্ত উজ্জল দাস ও কাজল দাসকে গ্রেপ্তার দাবিতে মেলাঘর – সোনামুড়া রাস্তা বটতলী এলাকায় অবরোধ করে। দীর্ঘ এক ঘণ্টা চলে অবরোধ। ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ। পুলিশ অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস প্রদান করলে অবরোধ প্রত্যাহার করা হয়।