স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : বুধবার রাতে জিবি হাসপাতাল ও অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল চত্বরে দাড় করিয়ে রাখা দুইটি শববাহী গাড়ি ভাংচুর করে কুমারি টিলা এলাকার দুই যুবক। জিবি হাসপাতাল চত্বরে দাড় করিয়ে রাখা শববাহী গাড়ির চালক নরেশ দাস জানান অন্যান্য দিনের ন্যায় বুধবার রাতে তিনি জিবি হাসপাতাল চত্বরে শববাহী গাড়ি দাড় করিয়ে রেখে নিজ বাড়িতে চলে যান।
গভীর রাতে কুমারি টিলা এলাকার দুই যুবক ওনাকে ফোন করে জানায় একটি মৃতদেহ বটতলা মহাশ্মশানে নিয়ে যেতে হবে। তখন তিনি জানান বাড়ি থেকে জিবি হাসপাতালে আসা ওনার পক্ষে সম্ভব নয়। কেউ বাইক নিয়ে গেলে তিনি আসতে পারবেন। তখন ঐ যুবক বাইকে করে বাড়ি থেকে নরেশ দাসকে জিবি হাসপাতাল চত্বরে নিয়ে আসে। জিবি হাসপাতাল চত্বরে এসে বাইক থেকে নামার আগেই নরেশ দাসের শববাহী গাড়ি ভাংচুর শুরু করে তারা। নরেশ দাস বাধা দিতে গেলে ওনাকেও মারধর করে। ঘটনাস্থলে কর্তব্যরত টিএসআর জওয়ানের সামনে ঘটে এই ঘটনা। পরবর্তী সময় নরেশ দাস ঘটনাস্থল থেকে বাড়িতে চলে যান। এইদিকে ক্যান্সার হাসপাতাল চত্বরে দাড় করিয়ে রাখা আরও একটি শববাহী গাড়ি ভাংচুর করে দুষ্কৃতিরা। ঐ গাড়ির চালক বৃহস্পতিবার সকালে গাড়ির কাছে এসে ঘটনা প্রত্যক্ষ করেন। পরবর্তী সময় দুই গাড়ির চালক জিবি ফাঁড়ি থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। শববাহী গাড়ির চালক নরেশ দাস জানান অভিযুক্ত দুই যুবকের নাম তিনি জানেন না। তবে তাদেরকে দেখতে চিহ্নতে পারবেন তিনি।