Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যমন্ত্রীর পুত্রকে গ্রেপ্তারের দাবিতে নারী সমিতির বিক্ষোভ

মন্ত্রীর পুত্রকে গ্রেপ্তারের দাবিতে নারী সমিতির বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর :  যতদিন গড়াচ্ছে পরিস্থিতি তত উদ্বেগ জনক হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচন মাত্র কয়েক মাস বাকি। তার আগে বিরোধী রাজনৈতিক দলগুলি বিভিন্ন ইস্যুতে ময়দানে ঝাপাতে শুরু করেছে। মন্ত্রী ভগবান দাসের ধর্ষণকারী পুত্রকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে দাবি জানিয়ে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর সিটি সেন্টারে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়।

 এ বিষয়ে নারী নেত্রীরা জানান, বর্তমান জোট সরকারের আমলে সাম্প্রতিককালে যে দুটি গণধর্ষণের ঘটনা সংগঠিত হয়েছে তা রাজ্যের জন্য ইতিহাস। এমনকি মন্ত্রীর ছেলে ধর্ষণ কাণ্ডে জড়িত হওয়ার বিষয়টিও রাজ্যের জন্য বড় ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন রাজ্যে নারীরা আজ নিরাপত্তাহীন। সরকারের কাছে দাবি জানানো হচ্ছে সম্প্রতি দুটি গণধর্ষণের ঘটনায় জড়িত মন্ত্রীর ছেলে সহ সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ার দেয় তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য