স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : ক্যানেলের জল থেকে উদ্ধার এক ব্যাক্তির ভাসমান মৃতদেহ। ঘটনা তেলিয়ামুড়া থানাধিন গামাইবাড়ি শক্তি সংঘ ক্লাব সংলগ্ন ক্যানেলের জলে। জানা যায় তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকার বাসিন্দা সূজিত বরন বিশ্বাসের ছেলে টুটন বিশ্বাস, বয়স ৪৩ বছর। টুটন বিশ্বাসের স্ত্রীর অভিযোগ বুধবার দুপুরে টুটন বিশ্বাসকে কেউ একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর সে আর বাড়িতে ফিরে আসেনি। রাতভর পরিবারের লোকজন খোজাখুজি করে।
কিন্তু টুটন বিশ্বাসের কোন হদিশ পায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন প্রত্যক্ষ করে বাড়ির অদূরে ক্যানেলের জলে ভাসছে টুটন বিশ্বাসের দেহ। ঘটনার খবর পেয়ে টুটন বিশ্বাসের স্ত্রী, কন্যা সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিসকে। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এদিকে মৃত টুটন বিশ্বাসের স্ত্রীর অভিযোগ টুটন বিশ্বাসকে খুন করা হয়েছে। কিছুদিন পূর্বে স্থানীয় বান্দর চৌমুহনী বাজারের এক মিষ্টির দোকানের কর্মচারীর সঙ্গে কোনো এক বিষয়কে কেন্দ্র করে টুটন বিশ্বাসের ঝামেলা হয়েছিল। বুধবার বিকালে তাকে বাড়ি থেকে কেউ একজন ডেকে নিয়ে যায় টমটমে করে। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে স্পষ্ট হবে খুন হয়েছে কিনা। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।