স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : রাজ্যে দুটি গণধর্ষণের ঘটনার আগুন পশমিত হতে না হতে আবারো ধর্ষণের অভিযোগ উঠল ঊনকোটি জেলায়। কৈলাসহর ইরানি থানার পুলিশের কাছ থেকে জানা যায়, কৈলাসহর ইসবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাখির বাজার গ্রামের বাসিন্দা আহিদ আলী গত ২৫ অক্টোবর বিকেলে এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। রাতভর ধর্ষন করে।
২৬ অক্টোবর নাবালিকার পরিবার থানায় দারস্থ হলে পুলিশ হালাইছড়া এলাকা থেকে নাবালিকাটিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত আহিদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত আহিদ আলীকে বুধবার রাতে গ্রেফতার করে। পুলিশ অভিযুক্ত আহিদ আলীর কাছ থেকে জানতে পারে নাবালিকাকে অপহরণ করে কৈলাসহরের হালাইছড়া এলাকায় নিয়ে এক নির্জন জায়গায় ধর্ষন করেছে। পুলিশ অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তুলে। গত এক সপ্তাহের মধ্যে ঊনকোটি জেলায় ফের নাবালিকা ধর্ষনের ঘটনায় জনমনে তীব্র উত্তেজনা বিরাজ করছে।