Sunday, February 16, 2025
বাড়িরাজ্যফি বৃদ্ধি নিয়ে সরব এন এস ইউ আই

ফি বৃদ্ধি নিয়ে সরব এন এস ইউ আই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর :  ত্রিপুরা মেডিকেল কলেজে ফি এবছর আচমকা বৃদ্ধি করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের দাবি বৃদ্ধি করা ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে কতৃপক্ষের। ২০২১-২২ -এ মেডিকেল ফি ছিল ৫৪ লক্ষ টাকা, এখন সেটা বৃদ্ধি করে প্রায় ৬৮ লক্ষ টাকা করা হয়েছে।

এমনকি শুধু মেডিকেল কলেজের ফি নয়, হোস্টেল ফি পর্যন্ত বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশই বৃদ্ধি হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করে বৃহস্পতিবার অভিযোগ তুললেন এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ক দাবি করা হচ্ছে সরকার যাতে এই মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সাম্প্রতিককালে তিনবার বৃদ্ধি করা হয়েছে মেডিকেল কলেজের ফি। এবং প্রশ্ন তুলেন কার স্বার্থে মেডিকেল কলেজের ফি এভাবে বৃদ্ধি করা হচ্ছে। অবিলম্বে যদি ফি প্রত্যাহার না করা হয় তাহলে গণতান্ত্রিকভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য