স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : পানীয় জলের যন্ত্রনায় অতিষ্ঠ খোয়াই জাম্বুরা এলাকার মানুষ। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। বহুবার সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানানো হলেও অবস্থার কোন ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেই। অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙতে সরকারকে সজাগ করতে রাস্তার নামে খোয়াই জাম্বুরা এলাকার মানুষ। বৃহস্পতিবার সকাল সাতটায় পানীয় জলের দাবিতে ও বিকল পাম্প মেশিন মেরামতের দাবিতে খোয়াই মহকুমা জাম্বুরায় এলাকাবাসী খোয়াই – চাম্পাহাওর সড়ক অবরোধ করে।
গত ছয় সাত দিন ধরে জল নেই জাম্বুরা এলাকায়। জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে জল সংকট মারাত্মক আকার ধারণ করেছে।জলের জন্য হাহাকার উঠেছে সেসব ওয়ার্ড এলাকায়।জানা গেছে, জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন রয়েছে একটি ডিপ টিউবওয়েল রয়েছে। ডিপ টিউবয়েলের মাধ্যমে জল উত্তোলন করে পাম্প হাউসে পরিশোধন করেই ভূগর্ভস্থ জল পাইপ লাইনে সরবরাহ করা হচ্ছে জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড। জাম্বুরা গ্রামপঞ্চায়েত এলাকার পানীয় জলের উৎস এই পাম্প হাউস গত ৬-৭ দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। যার ফলে জল সরবরাহ বন্ধ। পানীয় জলের জন্য আহাকার গ্রামবাসীর। জলের অভাবে নিত্যদিনের কাজকর্ম করার ক্ষেত্রে সমস্যা তীব্র আকার ধারণ করেছে বলে জানান অবরোধকারীরা। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয়।