Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যজগন্নাথ বাড়িতে অন্নকোট

জগন্নাথ বাড়িতে অন্নকোট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর :  ঐতিহ্য ও পরমপরা মেনে বৈষ্ণবীয়  রীতিতে চলছে কার্তিক মাস বা দামোদর ব্রত। কার্তিক মাস বা দামোদর ব্রত এক সনাতন প্রাচীন পন্থা, যা আমাদের পুরনো ঐতিহ্য ও পরম্পরার পথ পেয়ে ভোরের নগর সংকীর্তন এর মধ্য দিয়ে শুরু করেছিলেন আমাদের মা ঠাকুমারা।

 কিন্তু কালের  বিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের সেই ভোরের কীর্তন , কার্তিক ব্রত বা দামোদর ব্রত। ঐতিহ্য পরম্পরা মেনে আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে আজ অন্নকূট উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে আজকে  অনুষ্ঠিত  হয় গোবর্ধন পূজা। এই উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়। শ্রী জগন্নাথ জিউ মন্দিরের পাশাপাশি আগরতলা মঠ চৌমুহনি স্থিত ইসকন মন্দির, কামারপুকুর গৌর নিতাই আশ্রম সহ বিভিন্ন আশ্রমে, মঠ মন্দিরে আজ অন্নকূট উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য