স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। কদমতলা মন্ডল যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে এক অসহায় যুবক শেষ পর্যন্ত থানায় মামলা করতে বাধ্য হয়। ঘটনা বিবরণে জানা গেছে, গত সোমবার অর্থাৎ কালী পূজার রাতে ইকবাল বাহার চৌধুরী ওরফে বিলাল কদমতলা থেকে কালাগাঙ্গেরপাড়ে তার বন্ধুর অসুস্থ পিতাকে দেখতে যাচ্ছিল।
তখন তার কাছে ৬০০০ টাকা ছিল তার বন্ধুকে দেওয়ার জন্য। এমন সময় কদমতলা সব্জি বাজার সংলগ্ন সার্বজনীন কালী পূজার সামনে যেতেই কদমতলা-কুর্তি মন্ডল যুব মোর্চার সভাপতি অমিতাভ নাথ এবং সন্তোষ নাথ নামে দুই যুবক বিলালকে আটক করে কালী পূজার চাঁদা আদায়ের জন্য। কিন্তু সে জানায় তার কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারণে পরদিন সকালে এসে দিয়ে দিবে। কিন্তু তখন যুব মোর্চার ওই মন্ডল সভাপতি অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তার সাথে ধস্তাধস্তি করে। পরে সেই টাকার আর কোনো হদিস পায়নি। পরদিন সে কদমতলা থানায় মামলা দায়ের করে অমিতাভ নাথ ও সন্তোষ নাথের বিরুদ্ধে। এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে।
এদিকে ওই যুবনেতার বিরুদ্ধে অজস্র অভিযোগ কদমতলা এলাকায়। একের পর এক এক সমাজবিরোধী কাজ করেই চলছে সে। এককথায় তার এই কুকর্মের ফলে এলাকার মানুষ যেমন অতিষ্ঠ, তেমন কদমতলা মন্ডল বিজেপিও অনেকটা চাপের মধ্যে রয়েছে।