স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় বিলোনিয়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় বিলোনিয়া থানার পুলিশের কাছে খবর আসে যে আমজাদ নগর এলাকায় আব্দুল রব নামে এক ব্যক্তির বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে। আর সেই খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ অভিযান চালায়।
অভিযানে বের হয়ে আসে হেরোইন। যার ওজন ১০ গ্রাম। সাথে সাথে আটক করা হয় বাড়ির মালিক আব্দুল রবকে। এবং নেশা সামগ্রী সহ আব্দুল রবকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, এনডিপিএস ধারা অনুযায়ী আবদুলের বিরুদ্ধে একটি মামলা হাতে নেওয়া হয়েছে, বুধবার তাকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয়।