Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যচেষ্টা করলে ত্রিপুরা রাজ্যে আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা সম্ভব : মুখ্যমন্ত্রী

চেষ্টা করলে ত্রিপুরা রাজ্যে আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা সম্ভব : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : জিবি হাসপাতালে আরো ৯ টি স্পেশালিটি বিভাগ খোলা হবে। ইতিমধ্যে রাজ্যে স্পেশালিষ্ট চিকিৎসকরা আসতে শুরু করেছে। সকল প্রাথমিক হাসপাতাল গুলিকে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে উন্নিত করার চেষ্টা চলছে। বর্তমানে উত্তরাখণ্ড থেকে আয়ুর্বেদিক ঔষধ আমদানি করতে হয়। কিন্তু চেষ্টা করলে হয়তো ত্রিপুরা রাজ্যে আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা যেতে পারে। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সপ্তম আয়ুর্বেদ দিবস উপলক্ষ্যে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সুচনা করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য ভিত্তিক আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলনে ত্রিপুরা রাজ্যে যখন মেডিক্যাল কলেজ স্থাপনের চিন্তা ভাবন চলছিল তখন অনেকে বলেছিল এইটা অসম্ভব।

 ধীরে ধীরে রাজ্যে দুইটি মেডিক্যাল কলেজ স্থাপন হয়েছে রাজ্যে। ত্রিপুরা রাজ্যে মেডিক্যাল কলেজ হবে কেউ কোন দিন ভাবতে পারে নি। স্বপ্ন দেখলে সেইটা বাস্তবে পরিণত করা যায়। ত্রিপুরা রাজ্যে মেডিক্যাল হাব করার চিন্তা ভাবনা রয়েছে বর্তমান রাজ্য সরকারের। চিন্তা ভাবনা থাকতে হবে। বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন বর্তমান রাজ্য সরকার চিকিৎসকদের পদোন্নতির ব্যবস্থা করেছে। তিনি আরও বলেন আয়ুর্বেদিক চিকিৎসার বিষয়ে মহকুমা ও গ্রামীণ স্তরে মানুষকে সচেতন করতে হবে। তবেই আয়ুর্বেদিক চিকিৎসার গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাবে। আয়ুর্বেদিক চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন শুধুমাত্র চাকুরি করলে আর চিকিৎসা পরিষেবা প্রদান করলে হবে না। মানুষের আস্হা ও বিশ্বাস অর্জন করতে হবে। আয়ুর্বেদিক চিকিৎসার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার রাধা দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা শুভাশিস দাস সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য