স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : আলোর উৎসব দীপাবলীর প্রাকলগ্নে সাতজন বাংলাদেশিকে আটক করলো এনসিসি থানার পুলিশ।শুক্রবার গভীর রাতে ইন্দ্রনগর কালীবাড়ি সংলগ্ন এলাকা থেকে পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করেছে। এনসিসি থানার ওসি সুবীর মালাকার জানান, এদিন পুলিশের কাছে খবর ছিল ইন্দ্র নগর এলাকায় বাংলাদেশী কয়েকজন যুবক ঘোরাফেরা করছে।
পুলিশ সে মোতাবেক এলাকায় অভিযান চালিয়ে সাতজন বাংলাদেশি শহিদুল শেখ, জাহির আলী, রাব্বান শেখ, সজীব আলী, এম আলী, নয়রুল ইসলামকে আটক করে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বিনা পাসপোর্টে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। এবং তারা গত কয়েকদিন ধরে আগরতলা শহরে কাজের জন্য ঘোরাফেরা করছিল। তাদের বিরুদ্ধে পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হয়। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারবে ত্রিপুরায় প্রবেশ করার পেছনে কোন রহস্য রয়েছে কিনা।