স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে ২০২৩ -এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খুঁটি পূজা দিয়ে রীতিমতো ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যে প্রধান বিরোধী দল সিপিআইএম। অপরদিকে শাসক দল আগামী রণকৌশল তৈরি করে ইতিমধ্যে পাহাড় চষে বেড়াতে শুরু করেছে।
শনিবার দুপুরে গন্ডাছড়া মহকুমা বিজেপি উদ্যোগে এক মিছিল সংঘটিত হয়। এদিন বিজেপির কার্যকর্তারা থানারায় পাড়া, ৩৩ কেবি সহ বিভিন্ন পথ পরিক্রমা করে গন্ডাছড়া বাজারে এসে একটি সভা সংঘটিত করে। সভায় উপস্থিত ছিলেন স্বদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী, সংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান রাহমা ভ্যালি মন্ডলের উদ্যোগে গন্ডাছড়া বাজারে যোগদান সভার আয়োজন করা হয়। সভায় এদিন গঙ্গানগর আরডি ব্লকের বি এস সি চেয়ারম্যান গৌরাঙ্গরিয়ান, আইপিএফটি কেন্দ্রীয় কমিটি নেতৃত্ব আগর কুমার লিয়াং সহ আইপিএফটি দল ছেড়ে ৭১১ পরিবারে ১৫০৪ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। মানুষ বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি সমাজের সব অংশের মানুষের সার্বিক বিকাশ চায়। সেই লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করে চলেছে। তাই এদিন বহু কর্মী সমার্থক বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে বলে জানান তিনি।
পাঁচ বছরে গন্ডাছড়া বাসীকে কি দেওয়া হবে তার লক্ষ্য আগে থেকে ঠিক করার ছিল। সাড়ে চার বছরে অনেক কিছু এই গন্ডাছাড়া বাসীকে দেওয়া হয়েছে। আগামী দিনে গন্ডাছড়াবাসীর জন্য আরো কুড়িটা রাস্তা সংস্কার করা হবে। এবং গত সাড়ে চার বছরে টাউন হল, হাসপাতাল স্কুল এগুলি গড়ে তোলা হয়েছে গন্ডাছড়ায়। আগামী দিনে গন্ডাছড়া – আমবাসা, গন্ডাছড়া – অমরপুর, গন্ডাছড়া- রইস্যাবাড়ি আগামী দিনে ন্যাশনাল হাইওয়ে গড়ে তোলা হবে। এ কাজগুলির সুবাদে মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। এদের রীতিমতো নাম না করে তিপ্রা মথাকে আক্রমণ করে বলেন প্রায় দীর্ঘ দু বছরে কি করেছে এডিসি এলাকায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতি অংশের গরিব মানুষদের বিনামূল্যে দু বছর ধরে রেশন দিচ্ছেন, তাই তিপ্রা মথার অন্তত দুমাস বিনামূল্যে রেশন দেওয়া প্রয়োজন। তাহলে বলা হবে তারাও জনজাতিদের জন্য কিছু করেছে। এলাকায় বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরারকে রীতিমতো আক্রমণ করে তিনি বলেন, ধনঞ্জয় ত্রিপুরা তিপ্রা মথায় গ্রেটার তিপরাল্যান্ডের কথা বলছেন। কিন্তু তিনি জনগণকে এতদিনে তিপরাল্যান্ড দিতে পারিনি, তাহলে কিভাবে গ্রেটার তিপরাল্যান্ড জনগণকে দেবে বলে প্রশ্ন তুলেন। তিনি বলেন যে শূন্যের ফলাফল শূন্যই হবে। অর্থাৎ আগামী দিনে ধনঞ্জয়ের ফলাফল শূন্য হবে বলে জানান রেবতী ত্রিপুরা।