স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অধীন ৬০৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছিল গত মন্ত্রিসভার বৈঠকে। তাদের কন্টাক্ট বেসিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের বেতন হবে ১১ হাজার টাকা। তবে এক্ষেত্রে নিয়োগের জন্য অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের। জেলা পুলিশ সুপার দ্বারা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
তাদের বেতনের জন্য বছরে প্রায় ৮২ কোটি টাকা ব্যয় হবে রাজ্য সরকারের। মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তের পর বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্বাস্থ্য দপ্তরে ফুড সেফটির গ্রুপ ডি গেজেটেড পোস্টের জন্য টিপিএসসি গত কয়েক মাস আগে পরীক্ষা গ্রহণ করে ছিল। আগামী এক সপ্তাহের মধ্যে আটজন ফুড সেফটি অফিসারকে অফার এবং পোস্টিং দেওয়া হবে। আরো সিদ্ধান্ত হয় নির্বাচন দপ্তরে ১৮ জন জুনিয়র কম্পিউটার এসিস্ট্যান্ট পোষ্টের জন্য সরাসরি নিয়োগ করা হবে। তাদের ইংরেজি এবং বাংলা ভাষার উপর ডাটা এন্ট্রির কাজ জানতে হবে। পাশাপাশি মাধ্যমিক পাস এবং এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার পদের জন্য এখন থেকে কম্বাইন্ড-কম্পারেটিভ পরিক্ষা মাধ্যমে নিয়োগ হবে।
পাশাপাশি পরিক্ষার পর মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আগে স্বাস্থ্য দপ্তরে একটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল। সেটা হলো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। বর্তমানে এর সংখ্যা ১৪৮০। এখন এটা দু’ভাগ করে ২১৭০ -তে সর্বমোট সংখ্যাটা নিয়ে যাওয়া হবে। আরো ৬৯০ জনের পদ বাড়ানো হয়েছে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে তারই বসতে পারত যারা এমবিবিএস পাশ করত। কিন্তু আগে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে যারা এমবিবিএস পাস করতো। এখন নতুন করে ৬৯০ জনকে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হিসেবে নিয়োগ করা হবে। তবে স্পেশালিস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে এম ডি বা এম এস। আর যারা সুপার স্পেশালিস্ট হিসেবে নিয়োগ হবে তাদের ডি এম বা এম সি এইচ। এই সিদ্ধান্তটি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গ্রহন করেছেন। খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি। সমাজ কল্যাণ দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে আই সি ডি এস প্রকল্পের যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের জন্য প্যাকেট জাতীয় খাদ্য প্রদান করা হবে। আগামী তিন মাসের জন্য পাইলট প্রজেক্ট হিসেবে গর্ভবতী মায়েদের প্রদান করা হবে। এক্ষেত্রে ব্যয় হবে ৬০১.২৯ লক্ষ টাকা। এর জন্য কেন্দ্রীয় সরকার অর্থ প্রদান করবে বলে জানান তিনি।