স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : সি এন জি গ্যাস এবং পি এন জি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে আনার দাবিতে বৃহস্পতিবার সদর মহাকুমা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা আনঅর্গানিজেশন ওয়ার্কার কংগ্রেস। এদিন অতিরিক্ত সদর মহকুমা শাসক বি দাসের কাছে দাবি সনদটি তুলে দেন সংগঠনের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে উপস্থিত সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল জানান, সিএনজি এবং পিএনজি -র মূল্য হ্রাস করতে টি এন জি সি এল -র কাছে দাবি জানানো হয়েছিল। তারা জানিয়েছেন যদি রাজ্য সরকার সিএনজি এবং পিএনজি থেকে কর হ্রাস করে তাহলে দাম কমবে। তাই মহাকুমার শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে কর হ্রাস করার জন্য দাবি জানানো হয়েছে। কারণ অস্বাভাবিকভাবে সিএনজি এবং পিএনজি মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর প্রভাব পড়তে শুরু করেছে। তাই মহাকুমার শাসকের কাছে দাবি জানানো হয়েছে। তারপরও যদি মূল্য নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে মন্ত্রীর কাছে এবং পরবর্তী সময় প্রত্যেকটি সিএনজি স্টেশনে ধর্নায় বসবে বলে হুশিয়ারি দেন তারা।