স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : ভূমিকম্প হলে কিভাবে উদ্ধার কাজ চলবে তার উপর বৃহস্পতিবার রাজ্যজুড়ে মহড়া অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর থেকে এই পক্রিয়া শুরু হয়েছে। ১৮ অক্টোবর মহড়ার বিষয় এবং ভূমিকম্প হলে কি ধরনের পরিস্থিতি হয় ও কিভাবে চলবে উদ্ধার কাজ তা নিয়ে আলোচনা করা হয়। এদিন রাজ্যের সমস্ত জেলায় এক যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান জাতীয় বিপর্যয় ম্যানেজমেন্ট অথরিটির কনসালটেন্ট তথা অবসর প্রাপ্ত মেজর জেনারেল সুধীর বাহল। সকাল ৯ টা ৩ মিনিটে আগরতলা থেকে ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্প হয়েছে বলে জানানো হয়। এরপর কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে তার উপর হয় মহড়া। প্রশাসনের সমস্ত দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা গুলিও অংস নেয়। এই মহড়ার নিয়ে পরবর্তী সময়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় বলে জানান তিনি। এদিন রাজস্ব দপ্তরের উদ্যোগে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ছিলেন রাজস্ব দপ্তরের সচিব পুনীত আগরওয়াল সহ অন্যান্যরা।